রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন দেওয়ার লোক না পেয়ে আজ সোমবার শহিদুল ইসলাম (৪৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের কিছুক্ষণ আটকে রাখা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। মৃত শহিদুলের বাড়ি নগরের চণ্ডিপুর এলাকায়। তিনি রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ছিলেন। শহিদুলের ছেলে নাহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে তিনটা বা পৌনে চারটার দিকে শহিদুল অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালের...

